যানজট রুখতে এবার কড়া নির্দেশ দিলো রাজ্য সরকার

একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, মানা হয়নি নিয়ম। তাই এবার কড়া নির্দেশ দিলো রাজ্য সরকার। রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে টোটোর সংখ্যা। এর মধ্যে অধিকাংশই আবার রেজিস্ট্রেশন বিহীন। এবার তাতেই লাগাম টানতে উদ্যোগী রাজ্য সরকার।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে নয়া ভাবনার কথা জানান পরিবহণমন্ত্রী স্নেহাশিস। সেই সঙ্গেই গোটা রাজ্যে টোটো নিয়ন্ত্রণের কথা বলা হয়। তিনি বলেন, রাজ্য জুড়ে প্রত্যেক টোটোর রেজিস্ট্রেশন করা হবে। সেই সঙ্গেই বানানো হবে সুনির্দিষ্ট রূপরেখা।

কারোর পেটে লাথি মারা হবে না, বরং সব দিক বিচার বিবেচনা করেই একটি নীতি বানানো হবে। এর জন্য রাজ্য সরকার শীঘ্রই বৈঠকে বসবে। ৭ হাজারের বেশি টোটোর ওপর নিয়ন্ত্রণের বন্দোবস্তের কথা ভাবা হচ্ছে এবং ৪০০০ রেজিস্টার্ড টোটোকে কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের বন্দোবস্ত করা হয়েছে।