৩১জন গৃহহীনকে অন্যত্র জমি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলো রাজ্যর সরকার

সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বাড়ছে শহর।তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শহরের উন্নয়ন,ও রাস্তাঘাট।আর সেই উন্নয়নের যাঁতাকলে পড়ে অনেক মানুষকেই হতে হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন। মাটিগাড়া থেকে সালুগাড়া পর্যন্ত তৈরি হচ্ছে ফোর লেন সড়ক।মূলত যানজট সমস্যা থেকে মুক্ত করতেই এমন উদ্যোগ কেন্দ্রের।আর সেই উদ্যোগের ফলে হয়েছে বহু মানুষ সমস্যার সম্মুখীন।এমনই ৩১জন গৃহহীনকে অন্যত্র জমি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলো রাজ্যর সরকার।সেইমতো বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভা কক্ষে তাদের হাতে জমির পাট্টা তুলে দিল শিলিগুড়ি মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।মেয়র জানান ২ ও ৪৫ নম্বর ওয়ার্ডের এই ৩১টি  গৃহহারা পরিবারকে পুরসভার ৪৬নম্বর ওয়ার্ডে থাকার জায়গা দেওয়া হবে,শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প”বাংলার আবাস যোজনা”,সেই প্রকল্প থেকে তাদের ঘর তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি গৃহহারা ওই পরিবার।