আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

সবে মাত্র বাংলার ওপর দিয়ে বয়ে গেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ক্ষয় ক্ষতি হয়েছে বিপুল পরিমানে। লক্ষ লক্ষ মানুষ এই ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবিত। ঝড়ের দাপটে কত ক্ষয় ক্ষতি হয়েছে তারই খতিয়ান করতে এবার আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে দুই রাজ্যের (ওড়িশা এবং পশ্চিমবঙ্গ) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তারপরে দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জানা গিয়েছে, ওড়িশা থেকে ফেরার পথে তিনি দিঘা হয়ে কলাইকুণ্ডায় নামবেন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখান থেকে তিনি একটি রিভিউ মিটিং করার পর বালাসোর এবং ভদ্রক হয়ে পূর্ব মেদিনীপুরে পৌঁছাবেন।

এছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী গত বছর আমফানের তাণ্ডবের পরও পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন। উল্লেখ্য, বুধবার ঘণ্টায় ১৮৫ কিলোমিটারের জন্য ওড়িশায় প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেখানে প্রায় ৩০ কিলোমিটার কম গতিতে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। তার ফলে তাণ্ডব চললেও ওড়িশায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *