বাড়ছে চাপ, মানিকের বিরুদ্ধে পেশ হল রিপোর্ট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সিবিআই এর দাবি, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মূলচক্রি এই মানিকই। মানিকের দৌলতে সমস্ত দুর্নীতির পাশাপাশি তার নির্দেশেই নিয়োগের নথিতে সই করেছেন সংসদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী। অন্যদিকে, সিবিআই রিপোর্ট পেশ করে জানিয়েছে, টেট পাশই করেনি এমন অন্তত ৩৬ জন এমন প্রার্থীকে অনিয়ম করে নিয়োগ করা হয়েছে।

এখানেই শেষ নয়, আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই জানিয়েছে, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে মানিকের মেয়াদ ২ বার বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরপর ২০১৬ ও ২০১৮ সালে তার পদের মেয়াদ বৃদ্ধি করা হয়। এহেন পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে সিবিআই। সিবিআই এর পেশ করা রিপোর্ট যে আরও কিছুটা অস্বস্তি বাড়াল বিধায়কের, এমনটাই মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *