নিম্নমুখী মৃত্যু সংখ্যা

গত বছরের মার্চ থেকে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল ভারতে। প্রায় দেড় বছর ধরে করোনার তান্ডবলীলা চলছে দেশে। দেশের মৃত্যু সংখ্যা শিখরে পৌঁছেছিল। এর মাঝেই কিছুটা স্বস্তি দিয়ে একটু হলেও কমল মৃত্যু সংখ্যা। ৪ হাজারের নীচে নামল মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩,৮৭৪ জন। দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে দেশে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন কোভিডের জেরে। অন্যদিকে দেশে নতুন করোনা পজিটিভ কেসের সংখ্যা ২,৭৬,১১০। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে ১৮ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *