ফের আবার বাড়ল দৈনিক সংক্রমনের সংখ্যা

কিছুটা স্বস্তির মাঝেই আবার চিন্তার ভাঁজ পড়ল কপালে। দীর্ঘদিন পর সামান্য স্বস্তি দিয়ে গতকালই ২ লক্ষের নিচে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। প্রায় ৪০ দিন পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। আবার ২ লক্ষ ছাড়িয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৫৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন।

করোনাভাইরাসের নতুন স্ট্রেন অনেক বেশি ঘাতক। আর সেই জন্যই মৃত্যুর হার বাড়ছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৭ এপ্রিলের পর কমে ১৭ হাজার ৫ হয়েছে। আক্রান্তের দৈনিক সংখ্যা কমলেও ফের রাজ্যে দেড়শোর বেশি কোভিড রোগী মারা গিয়েছেন। মৃত্যু হয়েছে ১৫৭ জন। এদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৭ জন। রাজ্য এই মুহূর্তে সক্রিয় আক্রন্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। কলকাতাতে কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। তবে গত কয়েক দিন ধরেই তা ধীরে ধীরে হলেও নিম্নমুখী হচ্ছে। অনেকের মতে, রাজ্য জুড়ে কার্যত লকডাউনের বিধিনিষেধের ফলে নতুন আক্রান্তের সংখ্যা কমছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৮৯ হাজার ৫৯৪ জনকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, কোভিড টেস্ট হয়েছে ৬৬ হাজার ১২৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *