দেশে বড়সড় স্বস্তি মিলল। সামান্য হলেও কমল দেশের দৈনিক মৃত্যুর হার। পাশাপাশি দৈনিক সংক্রমণও কমল। গত দু’দিনের তুলনায় ভারতের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যাও সামান্য কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় কোভিডের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জন।
এদিকে, বাংলাতেও কমছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জনের এবং মৃত্যু হয়েছে ৮৭ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভি়ড মুক্ত হয়েছেন ৫ হাজার ১৭০ জন। বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। মৃত্যু হয়েছে ৬ জনের।