করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকার নিয়ে নতুন নিয়ম হল

করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকারের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে মৃত ব্যক্তিকে দেখতে পারবে পরিজনেরা এবং পরিজনদের হাতে তুলে দেওয়া হবে ব্যাগে মোরা তাদের দেহ। এমনই নতুন গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বডি ব্যাগে মরদেহ বন্দি থাকলেও তার মাথার দিকের অংশ স্বচ্ছ রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে মৃতের মুখ দেখতে পারেন পরিজন। আত্মীয়রা চাইলে, সেই ব্যাগের চেন সামান্য খুলে, দেহ না-ছুঁয়ে, শ্মশান কিংবা কবরস্থানে পালন করা যাবে ধর্মীয় রীতিও। কোভিডে কেউ মারা গেলে তাঁকে শেষ দেখা নিয়ে একসময়ে নিষেধাজ্ঞা ছিল সরকারি স্তরে। এ বার সেই নিয়ম শিথিল করা হচ্ছে।

নয়া সরকারি নির্দেশিকায় সাফ বলা হয়েছে, করোনায় মৃতের দেহ নিয়ে নির্ধারিত স্থানে নিজেরাই এ বার নিয়ে যেতে পারবেন মা-বাবা, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী, ভাই-বোনের মতো পরিজন। চিকিৎসক মহলের একাংশ মনে করছে, করোনাকালে এই নয়া নির্দেশিকা সদ্য স্বজনহারা শোকসন্তপ্ত পরিবারের মানসিক ভার কমাবে কিছুটা। তবে দেহ হস্তান্তর ও সৎকারের সময়ে নিকটাত্মীয়ের সংখ্যা যেন ছয়ের বেশি না-হয়, তাও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়। এবং সৎকার করা হবে হাসপাতালের নিকটবর্তী নির্ধারিত শ্মশান বা কবরস্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *