পাহাড়ে প্রকাশ্যে সাংসদ ও ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল ও তার সহযোগী দল। এমনই অভিযোগ তুলে রাজ্যপালের সাথে বৈঠক করে তাকে একটি স্মারকলিপি তুলে দিল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিদল।পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপির সাথে জোট করেছে পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল। আটটি দলের এই জোটকে নাম দেওয়া হয়েছে ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স। তবে এই জোটের প্রার্থীদের নানা ধরনের হুমকি দিচ্ছে তৃণমূল ও তার সহযোগী দল। এমনই অভিযোগ তুলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে রাজ্যপাল সি ভি আন্দন বোসের দারস্ত হল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স এর প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে রাজ্যপালের সাথে তারা দেখা করে রাজ্যপালকে সমস্ত বিষয়ে অভিযোগ জানান। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন পরবর্তী সময়ে হিংসার আশঙ্কা করে কেন্দ্রীয় বাহিনীকে ছয় সপ্তাহ পর্যন্ত রাখার আবেদন জানানো হয়। এদিন প্রতিনিধি দলের সদস্যরা তাদের দাবি দাওয়া গুলি নিয়ে রাজ্যপালকে একটি স্মারকলিপিও তুলে দেন। এদিন দার্জিলিংয়ের সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ তামাং জিম্বা সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।