দেশের পাশাপাশিরাজ্যেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে সংক্রমণ। আরও কিছুটা কম হল রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যা। রাজ্যে করোনা সংক্রমণ চার হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা কমে দাঁড়াল ২ হাজার ১৭১। দু’মাস পর দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে নেমেছিল। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬। সংক্রমণের নিরিখে রাজ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তির বিষয় যে উত্তরবঙ্গেও কমছে সংক্রমণের হার।
মৃত্যুর সংখ্যাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। বাংলায় রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৬ হাজার ৯৭৪ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৭৬ লক্ষ ৪০ হাজার ৪ জন। এদিন রাজ্যে ৫৪ হাজারের কিছু বেশি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা সংক্রমণের চেন ভাঙতে রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে। নিয়ন্ত্রণের জেরেই বাংলা করোনা কমছে বলে মনে করা হচ্ছে।