পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ইতিহাস তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ। আজ থেকে শুরু হতে চলেছে বাংলায় দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। সূত্রের খবর অনুযায়ী, বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন।
সরকারি এই অ্যাপ ক্যাবের নাম হতে চলেছে যাত্রীসাথী। দেশে এই প্রথম কোনও রাজ্য সরকার এই পদক্ষেপ নিল। বেসরকারি অ্যাপ ক্যাব বিরুদ্ধে সার্জ চার্জের নামে অতিরিক্ত ভাড়া, সন্ধ্যায় কিংবা বৃষ্টি হতে লাগামছাড়া ভাড়াবৃদ্ধির মতো একাধিক অভিযোগ ছিল উপভোক্তাদের।এছাড়াও যাত্রী নিরাপত্তা ও চালকদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল এই সব বেসরকারি অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে। এই কারণেই বিকল্প উদ্যোগের চিন্তাভাবনা শুরু করে নবান্ন।
আশা করা হচ্ছে, বেসরকারি অ্যাপ ক্যাবগুলির থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়ায় যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন। পুলিশের তত্বাবধানে শহরের চারটি জায়গায় সফলভাবে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে।তবে আজ এই পরিষেবাটি চালু হলে সাধারণ যাত্রীরা ভীষণভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। এছাড়াও যাত্রীসাথীর হাত ধরে কলকাতার হলুদ ট্যাক্সিরও পুনরুজ্জীবন হবে বলে আশা করছেন অনেকে।