ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী ছিল দৈনিক করোনা সংক্রমণ। গত তিনদিন ধরেই রয়েছে ৩ লক্ষের নীচে সংক্রমণের সংখ্যা। কিন্তু চিন্তা বাড়িয়ে ফের খানিকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ। গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক মৃতের সংখ্যা চিন্তার ভাঁজ ফেলছে। আর বুধবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারালেন মারণ করোনা ভাইরাসে। দৈনিক মৃত্যুতে ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড তৈরি হল দেশে। একদিনে মৃত্যু হয়েছে ৪৫২৯ জনের। তবে আশা জাগাচ্ছেন করোনাজয়ীরা। একদিনে দেশে কোভিড মুক্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৫১ জন। তবে দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন ও কড়া বিধিনিষেধের ফলে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ফলে উদ্বেগ বেড়েই চলেছে।