বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া

বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের আমেজ উপভোগের মাঝেই, কাঁটা হয়ে বিঁধল বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়৷ নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিন ধরে ছিল ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের মেঘ সরতেই ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে৷ ফলে সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা নামল কলকাতার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ স্বাভাবিকের থেকে যা প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুরের আবহবিদদের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন শহর এবং শহরতলির রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। দিনের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো৷

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্দৌসের প্রভাবে দক্ষিণী রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে ব্যাপক ঝড়-বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারিয়ে পরিণত গভীর নিম্নচাপে৷ এদিকে, দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সে দিকে নজর রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *