টিকাপ্রদান নিয়ে বড় সিদ্ধান্ত নিল নমো

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এরই মধ্য  দেশজুড়ে ভ্যাকসিনের সংকট। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্র। আগামী ১৫ জুনের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ৫ কোটি ৮৬ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে দেবে কেন্দ্র। আগামী ১৫ জুন পর্যন্ত টিকারকরণের রূপরেখা তৈরি করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার।

এই বিপুল পরিমাণ টিকাদানে যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জেলাওয়াড়ি পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি টিকাদান কেন্দ্র যেন আগামী ১৫ জুন পর্যন্ত টিকাদান ক্যালেন্ডার অগ্রিম কো-উইন অ্যাপে প্রকাশ করে দেয়৷ একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, রাজ্যগুলি টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে জুনের শেষ পর্যন্ত আরও ৪ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টিকার ডোজ সরাসরি কিনতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *