বাস চালকের হার্ট অ্যাটাক, যাত্রীদের নামিয়ে গাড়ি ছোটালেন হাসপাতালে

শেখ মুজিবর নামে এক বাস চালক বাস চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়। তীব্র যন্ত্রণা চেপেও যাত্রীদের গন্তব্যে নামিয়ে নিজেই বাস নিয়ে ছুটলেন হাসপাতালে। এখন তিনি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শরীরে তীব্র যন্ত্রণা অনুভূত হয়।ফলে এরকম ঘটনা ঘটলে অনেক সময় বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আজকে মুজিবরের সহ্যশক্তি বহু মানুষের প্রাণ রক্ষা করল।

বাসটি আসছিল হাওড়া স্টেশনে। ব্রিজে ওঠার সময় বুকের বাম দিকে তীব্র যন্ত্রণা অনুভব করেন চালক। আন্দাজও করেন হার্ট অ্যাটাক হয়েছে। তবে বাস ভর্তি হাওড়াগামী যাত্রী। অনেকে অফিস থেকে ফিরছেন আবার অনেকেই পুজোর কেনাকাটা করেও ফিরছেন। সেই অবস্থায় নিজের যন্ত্রণা ছাপিয়ে যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রাখেন তিনি। এবং বাস চালিয়ে সোজা হাজির হন হাওড়া বাস স্ট্যান্ডে। যাত্রীরা নিরাপদেই নামেন বাস থেকে। তারপর মুজিবর সেই বাসটি নিয়েই ছুটে যান হাওড়া জেলা হাসপাতালে এবং তাঁর সঙ্গে ছিলেন ওই বাসের কন্ডাক্টর শেখ সাবির। তিনি মুজিবরকে কোনওরকমে বাস থেকে নামিয়ে স্বাস্থ্যকর্মীদের সাহায্যে হাসপাতালে ভর্তি করান।’ 

 হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকরা জানান, বাস চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে। ওই হাসপাতালে সকলেই মুজিবরের কথা শুনে চমকে গিয়েছেন। তাঁর কাজকে স্যালুট ঠুকেছেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষও। নিজের কষ্ট সহ্য করেও যেই মানুষটি এতো গুলি  মানুষের প্রাণ বাঁচিয়েছেন সেই মানুষটির সুস্থতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *