বাড়ছে তাপমাত্রা, বিদায় নিচ্ছে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা শীতের মাঝেই আবার কখনও আংশিক মেঘলা। আবহাওয়া অফিসের আপডেট রাজ্যে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সোমবার থেকেই ফের পারদ চড়তে পারে।

গত দু’দিনে হুড়মুড়িয়ে তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামীকাল থেকে বদলে যাবে পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে।

তার সাথেই কলকাতা থেকে উধাও হবে শীত। এবারে শীত সেভাবে পড়তেই পারেনি দক্ষিণবঙ্গে।

শীতের পথে বাধা হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। তবে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় উত্তরে হিমালয় থেকে শীতল হাওয়া রাজ্যে ঢুকছে। আর পারদ পতন হয়েছে। তবে নতুন সপ্তাহ থেকেই সমানে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শীতের আমেজ কার্যত উধাও হবে।