07
Feb
সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ গত তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ এই বেলুনকে নিয়ে চিন্তায় পড়েছিল মার্কিন প্রশাসন৷ আটলান্টিক উপকূলের উপর দিয়ে উড়ে বেড়ানো ওই চিনা স্পাই বেলুনের মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল৷ সেই আশঙ্কাতেই বেলুনটি গুলি করে নামানো হচ্ছিল না৷ যে অঞ্চলের উপর দিয়ে এই দৈত্যাকার বেলুনটি উড়ছিল যেখানে রয়েছে মার্কিন সেনাবাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। রহস্যজনক সেই বেলুনটিকেই গুলি করে নামাল পেন্টাগন৷ আটলান্টিকের জলে সেটিকে ডুবিয়ে দেওয়া…