03
Mar
বিগত ছয়দিন ধরে চলছে যুদ্ধ৷ গোটা ইউক্রেন যেন বারুদের স্তুপ৷ দাউদাউ করে জ্বলছে বাড়ি৷ চারিদিকে ধ্বংসের ছাপ৷ ইউক্রেনের উপর লাগাতার হামলা চালাচ্ছে রুশ বাহিনী৷ ইউক্রেনের চারটি শহর দখল নিল রাশিয়া৷ এমনটাই দাবি মস্কোর৷ এদিকে, কিয়েভে এয়ার রেড সাইরেন৷ আকাশপথে বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে৷ ইউক্রেনের আকাশে শুরু হয়েছে রুশ সেনা কপ্টারের টহল৷ ইতিমধ্যেই খেরসন শহরের দখল নিয়েছে রাশিয়া৷ সে কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেনও৷ অন্যদিকে, খারকিভের বিভিন্ন প্রান্তে একের পর এক বিস্ফোরণ৷ গোটা শহর তছনছ হয়ে গিয়েছে রুশ হামলায়৷ খারকিভের একটি স্কুলে মিসাইল হামলা চালায় রাশিয়া৷ অন্যদিকে, পুতিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের ১,৬১২টি অস্ত্র ঘাঁটি৷ ধ্বংস হয়ে গিয়েছে ৩৯টি অ্যান্টি…