12
Mar
অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ টানা ষোলো দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে৷ একাধিক বৈঠকেও মেলেনি রফা সূত্র৷ তবে কি দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলবে? এমন আশঙ্কা যখন বাড়ছে, ঠিক তখনই মস্কো জানাল, আর নয়৷ দ্রুত যুদ্ধে ইতি টানতে চায় রাশিয়া৷ রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন৷ ল্যাভরভ বলেন,‘মস্কো কখনওই যুদ্ধ চায়নি৷ এই সংঘর্ষ শেষ করার জন্যেও উন্মুখ হয়ে রয়েছে৷’ বিদেশমন্ত্রী এহেন বিবৃতি দিলেও, যুদ্ধ এখনই থামছে কিনা, তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল৷ ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার৷ ভোর হতেই ইউক্রেনে সেনা অভিযানের কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এর পরেই বাধা ভাঙা স্রোতের মতো ইউক্রেনে ঢুকে পড়ে রুশ ফৌজ। দখল নিতে…