09
Aug
রাঢ় অঞ্চলের ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের শুভ সূচনায় গিয়ে আদিবাসী নৃত্যের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজালেন ধামসা-মাদল। হাতে তুলে নিলেন খঞ্জনিও। তাঁর গায়ে উঠেছিল ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকও। জঙ্গলমহলের সেই অনুষ্ঠানের শুভ সূচনায় ঝাড়গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়াম ছিল সেই অনুষ্ঠান। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। গোটা অনুষ্ঠান মঞ্চ ঘুরে দেখেন তিনি। সেখানে আদিবাসী নৃত্য পরিবেশন করছিলেন নৃত্যশিল্পীরা। তাঁদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রীও। প্রায় মিনিট দুয়েক নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান নেত্রী। এখানেই শেষ নয়। মঞ্চে ধামসা মাদল বাজাচ্ছিলেন শিল্পীরা। তাদের ধামসা বাজানোর কায়দা বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করেন মুখ্যমন্ত্রী। তার পর সেই ধামসাও বাজান তিনি। বাজান খঞ্জনিও। সবমিলিয়ে এদিনের অনুষ্ঠানে…