wooden log found

নদীর স্রোতে অবাধে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ

নদীর স্রোতে অবাধে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ

উত্তরবঙ্গের তরাই হোক কিংবা ডুয়ার্স ।এই অঞ্চলের সব বনজঙ্গল থেকেই অবাধে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ । জঙ্গলের মূল্যবান কাঠ হাতচালান হয়ে চলে যাচ্ছে খোলা বাজারে । বন্যায় নদীর স্রোতকে কাজে লাগিয়ে পাচার হচ্ছে কাঠ। বনদপ্তরের কর্মীরা গতদুদিন ধরে হামিল্টনগঞ্জ রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে জঙ্গলের প্রচুর মূল্যবান কাঠ উদ্ধার করে । জানা গিয়েছে জঙ্গলের শাল, সেগুন এবং চন্দন গাছের মতো মূল্যবান কাঠ এদিন নদী থেকে উদ্ধার করা হয় ।জঙ্গলের নদীগুলোতে গাছের লক ভাসিয়ে দিয়ে সমতলে সেই কাঠ ধরার চক্র বেশ সক্রিয় বেশ কয়েকবছর ধরে।
Read More