27
Jan
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা নয় বলে মৃত্যুদন্ড হয়নি সঞ্জয়ের। শিয়ালদা আদালত আমৃত্যু কারাদন্ড দিয়েছে সঞ্জয়কে। অর্থাৎ যতদিন বাঁচবে যেতেই কাটাতে হবে তাকে। জানা যাচ্ছে জেলে টাকাও দেওয়া হবে সঞ্জয় রায়কে। যদিও সেই টাকা পাওয়ার জন্য আরজি কর মামলায় সাজাপ্রাপ্তকে প্রেসিডেন্সি সংশোধনাগারে হাড়ভাঙা খাটুনিও করতে হবে। কাজের পরিবর্তে সেই টাকা পাবেন সঞ্জয়। প্রাথমিকভাবে খুব সম্ভবত মালির কাজ করবে সঞ্জয়। এই নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের এক আধিকারিক জানিয়েছেন, ‘সংশোধনাগারে প্রত্যেক বন্দীকে কিছু না কিছু করতে কাজ করে খেতে হয়। সঞ্জয় দক্ষ নন। তাই…