08
Oct
এবার উবের অটো সার্ভিস এসে গেল আগরতলায়। উবেরের এই উদ্যোগের ফলে নিউ নর্মাল পরিস্থিতিতে যাত্রীদের সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থার অভাব দূর হবে। আগরতলায় উবের অটোর সম্প্রসারণের ফলে সাশ্রয়ী মূল্যে উবেরের ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কনট্যাক্টলেস পেমেন্টস ব্যবস্থা বাস্তবায়িত হবে। আগামী মাসগুলিতে উবের তার পরিষেবার পরিধি আরও প্রসারিত করবে। আগরতলায় উবেরের এই সার্ভিস ভারতের ৮৩তম শহরে ও ত্রিপুরায় তাদের প্রথম উপস্থিতির সূচক। যখন ভারতে হাজার হাজার মানুষ ফের যাতায়াত শুরু করেছেন, তখন উবেরের লক্ষ্য হল সহজ পিক-আপ, ঝামেলামুক্ত যাত্রা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করা এবং অটো রিকশ’র জন্য ‘ট্রাডিশনাল স্ট্রিট হেইল মডেল’-এর পরিবর্তে ‘ই-হেইল’ ব্যবস্থার প্রবর্তন করা। উবের-এর জেনারেল…