22
Jun
দেশের সর্বত্র পেট্রল-ডিজেল অগ্নিমূল্য। একই ছবি দেখা যাচ্ছে রাজ্যের কলকাতাতেও। নাভিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এল পরিবহণ দপ্তর। কিছুদিনের মধ্যেই রাজ্যে ছুটবে সিএনজি চালিত বাস। এতে ভাড়া বৃদ্ধির সমস্যা কমবে, আশাবাদী ফিরহাদ হাকিম। সিএনজি চালিত বাস পথে নামলে দূষণ তো কমবেই পাশাপাশি টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধিও রোখা যাবে বলে আশাবাদী মন্ত্রী। জানা গিয়েছে, সোমবার বেঙ্গল গ্যাস কোম্পানির সঙ্গে বৈঠকে বসে পরিবহণ দপ্তরের আধিকারিকরা। নেতৃ্ত্বে ছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ”পরিবহণ দপ্তরের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির মউ স্বাক্ষরিত হয়েছে। অবিলম্বে কলকাতা পুরসভা ও সংলগ্ন এলাকার বাস ডিপোগুলিতে সিএনজি সাপ্লাইয়ের কাজ…