07
Aug
বেসরকারি বাসের ভাড়া বাড়বে কি না,চলছে টানাপোড়েন । বাস মালিক কর্তৃপক্ষ বারবার দাবি করেছেন, কোভিড পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে গেলে বাস ভাড়া বাড়াতেই হবে। কিন্তু সরকার তা চায়নি। ফলে বেসরকারি বাস তেমন করে রাস্তায় দেখা যায়নি। কিন্তু একদিকে অফিস খুলে গিয়েছে অনেক জায়গায়। তাই স্বাভাবিকভাবে গণপরিবহণের অভাবে মুশকিলে পড়ছিলেন সাধারণ মানুষ। এবার সেই মুশকিল আসানে রাজ্য সরকার সিদ্ধান্ত নেন বেসরকারি বাসের কর মকুব করা হবে। স্বরাষ্ট্রসচিব জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব করছে রাজ্য সরকার। তার পাশাপাশি, পুরোন কর মেটালে জরিমানাও মকুব করা হবে বলে জানিয়েছন তিনি। তাছাড়া পুরো বছরের জন্য পারমিট ফি মকুব করা হয়েছে। রাজ্য…