tiktok

ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

টিকটক ফিরতে পারে ভারতে এমনটাই শোনা যাচ্ছে বলে সূত্রের খবর।। ক্রমেই জোরদার হচ্ছে এই সম্ভাবনা। সূত্রের খবর, রিয়ালায়েন্সের কাছেই তাদের ভারতীয় অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে চিনা সংস্থা টিকটক। এই মধ্যেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ড্রাটিজের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ভারতের ব্যবসা বিক্রির ব্যাপারে সদ্য টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে রিয়ালায়েন্সের । জুলাই মাসে এই দুই সংস্থার মধ্যে আলোচনাও হয়েছে । তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনও চুক্তি হয়নি বলেই খবর ।রিলায়েন্সের তরফে যদিও এবিষয়ে কিছু জানা যায়নি।
Read More
১৯ জুলাইয়ের পর আবার ফিরে আসতে পারে টিকটক !

১৯ জুলাইয়ের পর আবার ফিরে আসতে পারে টিকটক !

১৯ জুলাইয়ের পর আবার ফিরে আসতে পারে টিকটক এমনটাই জানিয়েছে টিকটক এর চীনা সংস্থা বাইট ডান্স । জানা যাচ্ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার চিনা সংস্থা বাইট ডান্স’এর কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছে, যেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর ২২ জুলাইয়ের মধ্যে দিতে হবে। সদুত্তর পেলে আবার অ্যাপগুলো চালু করে দেওয়া হবে। তবে, সঠিক জবাব না-মিললে অ্যাপগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত, তথ্য চুরি হয়ে যাওয়ার অভিযোগ সামনে এনে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। ঘটনার ক’এক দিনের ব্যবধানে নতুন করে আবার অ্যাপগুলো চালু করার এই চেষ্টা জল্পনা উস্কে দিল। চীনা সংস্থা বাইট ডান্স আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে।
Read More