08
Oct
প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল দেশ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ভারতে আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রাথমিক ভাবে ১৩টি শহরে মিলবে এই পরিষেবা৷ ধাপে ধাপে তা গোটা দেশে ছড়িয়ে পড়বে৷ উদ্বোধন হয়ে গেলেও এখনই ৫জি পরিষেবা মিলছে না৷ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল জানিয়েছে ৫জি পরিষেবা মিলবে দিওয়ালিতে৷ তবে ভোডাফোন কবে ৫জি পরিষেবা বাজারে আনবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি৷ তবে এয়ারটেল কলকাতা থেকে এই পরিষেবা শুরু করবে না বলেই জানিয়েছে। তাহলে বাংলার কোন শহর থেকে শুরু হবে এয়ারটেল ৫ জি? জানা গিয়েছে, শিলিগুড়ি হতে চলেছে এয়ারটেলের জন্য প্রথম শহর যেখানে তারা সর্বপ্রথম…