05
Aug
মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের জন্য সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্লুগার্ড (ফেভিপিরাভির ২০০মিগ্রা) লঞ্চ্ করল ভারতে। ট্যাবলেট-প্রতি এর দাম মাত্র ৩৫ টাকা। মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ফেভিপিরাভির’ই ভারতে একমাত্র অনুমোদিত অ্যান্টি-ভাইরাল চিকিৎসা। সান ফার্মা সরকার ও চিকিৎসক সমাজের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে যাতে দেশের সর্বত্র রোগীদের কাছে এই ঔষধ পৌঁছে যেতে পারে। এই সপ্তাহ থেকেই ফ্লুগার্ড বাজারে পাওয়া যাবে। সান ফার্মা’র সিইও (ইন্ডিয়া বিজনেস) কীর্তি গনোরকার জানান, দেশে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, তাই চিকিৎসকদের আরও দ্রুত বেশিমাত্রায় ঔষধের প্রয়োজন। সান ফার্মা ফ্লুগার্ড লঞ্চ্ করছে সাশ্রয়ী মূল্যে যাতে আরও অধিকসংখ্যক রোগীর কাছে…