08
Jul
রাজ্যের সর্বত্র নিয়ে রমরমিয়ে চলে জালিয়াতি চক্র! এবারে রেহাই নেই পড়ুয়াদেরও। উত্তর দিনাজপুরের করণদিঘিতে সরকারি স্কলারশিপ নিয়ে চলছে কোটি কোটি টাকার জালিয়াতি চক্র। কিভাবে চলছে এই জালিয়াতি চক্র? তা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কারো বয়স ৬০ তো কারোর বয়স ৭০, কখনো অ্যাকাউন্ট ভাড়া নিয়ে বা কখনো ভুয়ো একাউন্ট খুলেই গ্রাহকের অজান্তেই সংখ্যালঘু ও প্রতিবন্ধী স্কলারশিপের টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা। বিভিন্ন জেরক্স এর দোকান থেকে বা অন্য কোন উপায়ে স্থানীয় বাসিন্দাদের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করে তারা এই জালিয়াতি চক্র চালাচ্ছে। এক্ষেত্রে মূলত বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমিক ও কৃষকরাই। এরপর সেই নথি দেখিয়ে ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টে খোলা হচ্ছে…