staffing

করোনার ধাক্কা, ১০ হাজার কর্মী ছাঁটাই করছে BMW

করোনার ধাক্কা, ১০ হাজার কর্মী ছাঁটাই করছে BMW

মিউনিখের এই গাড়ি নির্মাতা সংস্থা এর আগে জানিয়েছিল, ওয়ার্কস কাউন্সিলের সঙ্গে চুক্তি করে প্যাকেজের ব্যবস্থা করেছে যাতে কর্মীদের ভবিষ্যতে ব্যবস্থা করা যায়। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে করোনা‌ অতি মহামারীর আকার ধারণ করেছে। করোনা ভাইরাসকে আটকাতে বহু দেশেই লকডাউন জারি করা হয়। সেই লক ডাউনের জেরে বিভিন্ন দেশেই অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়। প্রভাব পড়ে শিল্পক্ষেত্রে, কাজের বাজারে এবং না না দেশে আর্থিক‌ বিকাশে। শিল্পক্ষেত্রে যেসব সংস্থা গুলির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই করোনা ভাইরাসের প্রভাব তথা লকডাউনের‌ প্রভাব তাদের মধ্যে অন্যতম গাড়ি শিল্প। ফলে করোনা সংকটের আঁচ আছরে পড়ল বিএমডব্লিউ গাড়ি সংস্থার কর্মচারীদের উপর।
Read More