27
Jul
গুয়াহাটিতে স্পাইসহেলথ তাদের প্রথম মোবাইল টেস্টিং ল্যাবরেটরি চালু করল। এই কাজের জন্য স্পাইসহেলথ যুক্ত হয়েছে ন্যাশনাল হেলথ মিশন আসামের সঙ্গে। আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য এই মোবাইল ল্যাব থাকবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবং স্যাম্পল কালেকশনের ব্যবস্থা থাকবে লোকপ্রিয় গোপীনাথ বরদোলুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতে ১০টি শহরে ২৩টি ল্যাব ও কালেকশন সেন্টার এবং ৫টি রাজ্যে ৭টি ভ্যাক্সিনেশন সেন্টার পরিচালনা করে স্পাইসহেলথ। স্পাইসহেলথ বর্তমানে দেশে সর্বাপেক্ষা দ্রুত বৃদ্ধিশীল ডায়াগনোস্টিক ল্যাব হিসেবে উঠে আসছে। ২০২০-এর নভেম্বরে চালু হওয়ার পর থেকে এপর্যন্ত তারা ৩.৫ মিলিয়ন আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করেছে। ২০২১-এর মে মাসে স্পাইসহেলথ গুরুগ্রামে আরও ৪টি আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার…