10
May
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে আইপিএল আয়োজন থেকে শুরু করে করোনা আবহে ঘরোয়া ক্রিকেট নিয়ে বক্তব্য রাখেন বিসিসিআই সভাপতি, সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, “বিশ্বের অন্যান্য টুর্নামেন্টেও এক বা একাধিক খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু সেই টুর্নামেন্ট বন্ধ হয়নি। ক্রিকেটাররা করোনা আক্রান্ত না হলে আইপিএলও বন্ধ হত না।” বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই নিজের নিজের দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এই পরিস্থিতিতে চলতি বছরে ভারতে আইপিএল আয়োজন সম্ভব নয়, সেকথা তিনি জানিয়েছেন। জুলাইয়েই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল, সেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। তার উপর আবার ১৪ দিনের কোয়ারেন্টাইনের মতো একাধিক নিয়মবিধি মানতে হবে। এই…