20
Sep
এদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক সংস্থাগুলি (এসএমবি) বর্তমান অতিমারির পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে বলে আত্মবিশ্বাসী। ভারতের ৭৩ শতাংশ এসএমবি বিশ্বাস করে তারা কোভিড-১৯ পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে। এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে আঞ্চলিক গড় ৬০ শতাংশের চেয়ে বেশি। এই তথ্য পাওয়া গিয়েছে এইচপি এশিয়া এসএমবি রিপোর্ট থেকে। রিপোর্ট জানাচ্ছে, ভারতে প্রায় দুই-তৃতীয়াংশের (৬৪%) মধ্যে আত্মবিশ্বাস প্রতিফলিত হতে দেখা গিয়েছে। তারা বিশ্বাস করেন এই পরিস্থিতি তাদের কাছে এক ভাল সুযোগ এনে দিয়েছে তাদের ব্যবসার কৌশল নতুন করে সাজানর জন্য। উত্তরদাতাদের অর্ধেকসংখ্যক মনে করেন, এই অবস্থা শেষপর্যন্ত সুযোগ এনে দেবে, কিন্তু তা দীর্ঘ সময় নেবে। উল্লেখযোগ্য, ভারতের এসএমবি-গুলি বিশ্বাস করে যে ডিজিটাল…