17
May
চতুর্থ দফার নির্বাচনের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করলেন ঘটনার তদন্তকারী সিআইডি আধিকারিকরা। সোমবার সকালে ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই পুনর্নির্মাণের কাজ করা হয়। ঘটনার সময় উপস্থিত বেশ কয়েকজনকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়। আবার নূর মোহাম্মদ হোসেন, মুর্তজা মিয়াঁ, সফিউদ্দীন মিয়াঁ, লাবু হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য মাথাভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ভূমি সংস্কার দফতরের আধিকারিককে দিয়ে মৃতদেহ পড়ে থাকার অবস্থান চিহ্নিত করতে রীতিমত ফিতে টেনে মাপযোগ করতেও দেখা যায় সিআইডি কর্তাদের। প্রায় দু ঘণ্টা ধরে চলা ওই পুনর্নির্মাণের কাজ সহ অন্যান্য তদন্ত চলে শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথ অর্থাৎ জোড়পাটকি গ্রাম…