04
Jun
কাল অর্থাৎ সোমবার রীতিমতো শেয়ারবাজারে ঝড় উঠেছিল। আজ ভোটের রেজাল্ট। মাত্র একদিনের ব্যবধানেই বদলে গেল খেলা। ধসের মুখে শেয়ার বাজার। কিন্তু নেপথ্যে কারণ কি? যারা বিনিয়োগ করেন তারা লসের মুখ দেখতে পারেন। জেনে নিন কোন কোন শেয়ার করি নেমে গিয়েছে একলাফে। রইল আপডেট। তথ্য বলছে, BSE সেনসেক্স আজ সকালবেলাতেই ৭৬,২৮৫.৭৮ স্তরে খুলে ছিল। তবে এরপরেই ব্যাপক পতন লক্ষ করা যায়। সেনসেক্সের পাশাপাশি নিফটিতেও পতন আজ। নিফটি আজ ১,৫০০ পয়েন্টের বেশি কমেছে। নির্বাচনের ফলাফলের দিনই শেয়ার বাজারের এই দরপতন লক্ষ করা যাচ্ছে। সেনসেক্স ও নিফটির আজ পতনের দিকেই রয়েছে। এর পাশাপাশি আজ আদানি গ্রুপের শেয়ারে আজ ব্যাপক পতন। আজ টাটা মোটরস…