19
Jul
অবশেষে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান হতে চলছে৷ কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সামনে আসতে চলেছে পরীক্ষার ফল৷ আজ রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল৷ আগামীকাল নির্ধারিত হবে প্রায় ১১ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে সকাল ৯ টায়৷ সকাল ৯টায় ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে যেহেতু এবারে পরীক্ষা হয়নি তাই মেধা তালিকাও প্রকাশিত করা হচ্ছে না৷ পরীক্ষা না হওয়ায় ইস্যু হয়নি কোনও অ্যাডমিট কার্ড। তাই রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ফলাফল। সকাল ১০টা থেকে www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com এর মাধ্যমে সরাসরি ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা৷…