20
Aug
‘ইশিল্ড নেক্সট’ নামে এক ‘ইউনিক নিউ এজ প্রোটেকশন সলিউশন’ আনা হল এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে। গ্রাহকদের জীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘ইশিল্ড নেক্সট’ হল একটি ‘ইন্ডিভিজুয়াল, নন-লিংকড, নন-পার্টিসিপেটিং, লাইফ ইন্স্যুরেন্স পিওর রিস্ক প্রিমিয়াম প্রোডাক্ট’। নিউ-এজ প্রোটেকশন প্ল্যান ‘ইশিল্ড নেক্সট’-এর ‘লেভেল-আপ’ ফিচারটি অভিনব। এতে তিনটি অপশন রয়েছে – ‘লেভেল কভার’, ইনক্রিজিং কভার’ ও ‘লেভেল কভার উইথ ফিউচার প্রুফিং বেনিফিট’। গ্রাহকরা নিজেদের ইন্স্যুরেন্সের প্রয়োজনমাফিক অপশন বেছে নিতে পারবেন পলিসি কেনার সময়ে।