SANDWICKET

ভারতে স্যান্ডউইকের পেটেন্ট রাইট

ভারতে স্যান্ডউইকের পেটেন্ট রাইট

চলতি বছরের গোড়ার দিকে স্যান্ডউইক জানিয়েছিল তাদের ভার্টিকাল শ্যাফট ইম্প্যাক্ট ক্রাশার সংক্রান্ত পেটেন্ট অধিকার লঙ্ঘনের ব্যাপারে দিল্লি হাইকোর্টের রায় তাদের পক্ষে রয়েছে। এরপর আরও তদন্তের পর জানা যায় হায়দরাবাদের দুইটি কোম্পানি স্যান্ডউইক ডাউন টু হোল হ্যামার্স (মিশন ৪) সংক্রান্ত পেটেন্ট অধিকার লঙ্ঘন করে মিশন ৪ হ্যামার্সের অনুরূপ পণ্য বিক্রি করছে। দুইটি কোম্পানিকেই এব্যাপারে নোটিস দেওয়া হয়। এরপর কোম্পানি দুটি স্যান্ডউইকের পেটেন্ট রাইট স্বীকার করে এবং নির্মাণ, বিজ্ঞাপন, বিক্রয়, বিক্রয়ের জন্য রাখা, আমদানি, রপ্তানি ইত্যাদি থেকে বিরত থাকতে রাজী হয়। আইনসঙ্গত উপায়ে কোম্পানি দুটিকে অবৈধভাবে নন-জেনুইন স্যান্ডউইক প্রোডাক্ট বাজারজাত করা থেকে বিরত করতে পেরে স্যান্ডউইক সন্তুষ্ট হয়। উল্লেখ্য, স্যান্ডউইক গবেষণা ও…
Read More