15
May
চোপরা ফাউন্ডেশন, জন ডব্লিউ ব্রিক মেন্টাল হেলথ ফাউন্ডেশন ও সিজি ক্রিয়েটিভস-এর সহযোগিতায় হিন্দুজা ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে পদক্ষেপ করল। এইসব সংস্থা সম্মিলিতভাবে ‘নেভার অ্যালোন গ্লোবাল মেন্টাল হেলথ (ভার্চুয়াল) সামিট’ চলাকালীন ‘স্পটলাইট ইন্ডিয়া’ শীর্ষক তিন ঘন্টার সেগমেন্ট কো-স্পনসর করবে। বিশেষ বক্তাদের মধ্যে থাকবেন সদগুরু ও অভয় দেওল। এই সেগমেন্টে সত্য হিন্দুজা’র ‘অ্যালকেমিক সোনিক এনভায়রনমেন্ট’ পরিবেশন করবে একটি ‘মাল্টিসেন্সরি’ গভীর শ্রুতির অভিজ্ঞতা, যা জাগিয়ে তুলবে রিফ্লেকশন, রিসেপ্টিভিটি ও এক্সচেঞ্জের মানসিকতা। সামিটে অংশগ্রহণকারীরা তাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সহায়তা পাবেন এখান থেকে: https://neveralonesummit.live/। মানসিক স্বাস্থ্য ভাল রাখার বিভিন্ন পন্থা ও কৌশল জানাবেন খ্যাতনামা মেন্টাল হেলথ প্রফেশনাল, ওয়েলনেস এক্সপার্ট, ব্রেন সায়েন্টিস্ট,…