01
Oct
সরষের তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে অগ্রণী ভোজ্য তেল প্রস্তুতকারক রিতিকা ভেজিটেবল অয়েল প্রাইভেট লিমিটেড। সরকার ১ অক্টোবর থেকে সরষের তেলের সঙ্গে অন্য কোনও রান্নার তেলের মিশ্রণের উপরে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করেছে সরকার। সেজন্যই রিতিকার এই সিদ্ধান্ত। ডাটা গ্রুপ গত ৪০ বছর ধরে সারাবছর ভোজ্য তেল উৎপাদন করে আসছে। তাদের এইসব তেল বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রয় হয়, যেমন স্কুটার, অশোকা ও শিব ক্লাসিক। অন্যান্য ক্যাটাগরির ভোজ্য তেলও উৎপাদন করে রিতিকা, যেমন সয়া অয়েল, পাম অয়েল ও বনস্পতি। আসামের বিভিন্ন জেলায় এই কোম্পানির উপস্থিতি রয়েছে। বর্তমানে এই কোম্পানি আসামে তার উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে প্রধান জেলাগুলিতে ডিস্ট্রিবিউটর নিয়োগ…