24
Aug
কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক ।ডিজিটাল কার্ড না মেলায় খুবই সমস্যায় পড়েছেন চাবাগান শ্রমিক ।খাদ্য দপ্তরের গাফিলতিতে তিনমাস ধরে রেশন সামগ্রী পাচ্ছে না চাবাগান শ্রমিকরা যা খুবই উদ্বেগজনক ।আর এই সমস্যার কথা তুলছে না কোনো রাজনৈতিক দল ।ফলে এই চাবাগান শ্রমিকদের দুর্দশা আরো খারাপ হচ্ছে । লকডাউন চলাকালীন সময়ে কেন্দ্রীয় সরকার মাসে পরিবারে জনপ্রতি 5 কেজি চাল এবং পরিবার প্রতি 1কেজি ডাল দেওয়ার কথা ঘোষণা করেছেন ।এই সরকারি সুবিধে নভেম্বর পর্যন্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।কিন্তু তিনমাস কেটে গেলেও মেলেনি তাদের ডিজিটাল রেশন কার্ড,ফলে কেন্দ্রীয় সরকারের এই সুবিধে থেকে বঞ্চিত শিলিগুড়ি তরাইয়ের…