01
Nov
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে তাদের ব্র্যান্ডের প্রচারের মুখ হিসেবে নিয়ে এলো পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে অগ্রণী ব্র্যান্ড র্যামসন্স পারফিউমস প্রাইভেট লিমিটেড। দিতিপ্রিয়া রায় বাংলা ফিল্ম ও সিরিয়ালের জগতে একটি সুপরিচিত নাম। টেলিভিশন সিরিয়াল ‘করুণাময়ী রাণি রাসমণি’তে রাণি রাসমণির ভূমিকায় তাঁর অভিনয়ের কারণে তিনি প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছেন। পূর্বাঞ্চলের বাজারের দিকে নজর রেখে দিতিপ্রিয়া র্যামসন্সের নতুন স্কিন কেয়ার প্রোডাক্টগুলির প্রচারে অংশ নেবেন। তাঁর হাত ধরে র্যামসন্স ব্র্যান্ডের বডি অয়েল, বডি লোশন ও ময়েশ্চারাইজার ক্রিমের মতো প্রোডাক্টগুলি গ্রাহকদের কাছে পৌঁছাবে। রাণি রাসমণি-খ্যাত দিতিপ্রিয়াকে র্যামসন্সের প্রচারে যুক্ত করার পর র্যামসন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ব্রিজেশ পান্ডে আশা প্রকাশ করে জানান, এরপর তাঁরা সহজেই প্রবেশ…