08
Jul
২০১৭ সালের টেট সংক্রান্ত যাবতীয় আবেদনের নিষ্পত্তি হল সোমবার। বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ টেট মামলায় নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব ২০১৭ সালে বিজ্ঞপ্তি জারি হওয়ায় টেট পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ২০১৭ সালের টেট পরীক্ষা হয়েছিল তার মামলা করেন ইমন চৌধুরী। তার আইনজীবী জানান টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বের হয় ২০১৭ সালে এবং মাঝে চার বছর কোন পরীক্ষা নেওয়া হয়নি। সেই টেট পরীক্ষা ২০২১ সালের জানুয়ারি মাসে হয়। এই সময়কালে অনেকে সিটে বসার উপযুক্ত হলেও বয়স বাড়ার ফলে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া যায় না। এখন টেট পরীক্ষা দিতে হলে ডি.এল.এড করা অতি আবশ্যক। কিন্তু সেই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন…