23
Jan
প্রাথমিক স্তর থেকে সাইবার অপরাধ কাটাতে সচেতনতা প্রশিক্ষণ শুরু করলো রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং সমগ্র শিক্ষা মিশন। মহামারীর প্রবাহে শিক্ষা ব্যবস্থায় অনেকটা বদল আসে, তাই শৈশবে থেকেই পড়ুয়াদের সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হওয়ার সুযোগ পাবে। কেননা দিনে দিনে সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে,তাই কখনো অজান্তে কখনো জেনে বুঝে। তাই প্রাথমিক থেকেই পড়ুয়ারা বুঝতে পারবে। রাজ্যে স্কুলশিক্ষা বিশেষজ্ঞ চেয়ারম্যান অভীক মজুমদার এই দিকে ইঙ্গিত করে জানিয়েছে,"শিশু অবস্থা থেকে সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ। সচেতনতা বাড়াতে শিক্ষক শিক্ষিকাদের সদর্থক ভূমিকা নিতে হবে।সাইবার সিলেবাসে কি রয়েছে?প্রশিক্ষণপ্রাপ্ত এক শিক্ষক জানিয়েছেন, একজন সাইবার বিশেষজ্ঞ সাইবার অপরাধ কি এবং তার ধরনগুলো কি…