22
Jun
গায়ক ও কম্পোজার প্রাজ্ঞ দত্ত, শাশ্বত রায়ের সঙ্গে কোল্যাবরেশনে তাঁর নতুন গান ‘মাঝবয়সী ছলনা’ রিলিস করলেন। প্রাজ্ঞর কণ্ঠে, গানটি একটি স্যাটারিক্যাল রোমান্টিক গান যেটি প্রত্যেক ব্যক্তির মধ্য-জীবনের সময়ের সংগ্রাম এবং উপলব্ধির কথা বলে এবং একটি আশাবাদী নোট ছড়িয়ে দেয়। মাঝবয়সী ছলনা গানটি লিখেছেন শাশ্বত রায়, কম্পোজ করেছেন প্রাজ্ঞ নিজেই এবং অ্যারেঙ্গ, মিক্স করেছেন দীপেশ চক্রবর্তী। গানটি রেকর্ড করা হয়েছে ইন্সপিরেশন স্টুডিওতে। গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে গান গপ্পো। শাশ্বত রায় গানটির সম্পর্কে বলেন, এই গানটার কারণ, কিছু বেঁচে থাকার অভিজ্ঞতা, ইচ্ছা, উপলব্ধি সবার সাথে ভাগ করার ইচ্ছা থেকে। হয়তো, গানটার নাম মাঝবয়সী ছলনা, কিন্তু এ উপলব্ধি, জীবনের কার কোন বাঁকের মোড়ে…