13
Aug
পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে নিয়ে সাম্প্রতিক অতিমারীর সময়ে প্রচুর আলোচনা হয়েছে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়েছে এই সেক্টরের উপরে এবং লকডাউনের সময়কালে প্রচন্ড ক্ষতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চুয়াল কনক্লেভে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বিশেষজ্ঞগণ পোল্ট্রি চাষী ও পোল্ট্রি শিল্পের সমস্যাবলী ও উত্তরণের দিশা নিয়ে তাদের সুচিন্তিত মতামত পেশ করেছেন। আলোচকদের মধ্যে ছিলেন অমিত সারাওগি, ম্যানেজিং ডিরেক্টর, আনমোল ফীডস, সুরেশ রায়ুডু চিত্তুরি, ভাইস-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, শ্রীনিবাস ফার্মস প্রাইভেট লিমিটেড ও চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল এগ কমিশন, প্রফেসর (ড.) পি কে শুক্লা, সঞ্জয় মুখার্জি, শ্রীমতী পল্লবী মাথুর লাল, সিনিয়র ক্লায়েন্ট অফিসার, ইপসোস (ইন্ডিয়া), হরিশ তিব্রেওয়ালা, জয়েন্ট সিইও, মিরাম ইন্ডিয়া, ড.…