20
Dec
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর বেশ খানিকটা স্বস্তি ছিল বিশ্ব জুড়ে৷ কিন্তু এবার তৃতীয় ঢেউয়ের আশংঙ্কার মাঝেই চিন্তা বাড়ছে ওমিক্রন সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা নিয়ে৷ ইউরোপের একাধিক দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে৷ আমেরিকার অধিকাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত৷ ওমিক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন৷ ওমিক্রনের এই চোখ রাঙানির মাঝেই মাথাচাড়া দিয়েছে নয়া আতঙ্ক৷ করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ডেল্টার সঙ্গে মিলে কি সুপার স্ট্রেন তৈরি করবে অতি সংক্রামক ওমিক্রন? প্রশ্নের জবাবে আশঙ্কার ইঙ্গিত দিলেন টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার ডঃ পল বার্টন৷ তাঁর কথায়, এটা সম্ভব৷ সম্প্রতি আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটির সামনে ডঃ পল বার্টন জানান, যদি…