19
Sep
নিসান উন্মোচন করল জেড প্রোটো। এর মাধ্যমে প্রবাদে পরিণত জেড স্পোর্টস কারের নব-প্রজন্মের আগমনের ইঙ্গিত দেওয়া হল। ওকোহামা’র নিসান প্যাভিলিয়ন থেকে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রদর্শিত এই প্রোটোটাইপ গাড়ির অভ্যন্তর-ভাগ ও বহির্ভাগের বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে, যাতে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন-সহ ভি-৬ টুইন টার্বোচার্জড ইঞ্জিন। ‘নিসান এ-টু-জেড’ নামের একটি ভিডিয়োতে মে মাসে এব্যাপারে প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছিল। নিসান জেড প্রোটো-তে গুরুত্ব পেয়েছে ৫০ বছরের জেড হেরিটেজ, যদিও এটি একটি সম্পূর্ণ আধুনিক স্পোর্টস কার। জাপানে পরিকল্পিত ও ডিজাইন করা জেড প্রোটো-তে রয়েছে ফ্রেশ ও অ্যাট্রাক্টিভ এক্সটেরিয়র ডিজাইন, যাতে ওরিজিনাল মডেলের আদল বোঝা যায়। এপ্রসঙ্গে নিসানের সিইও মাকোতো উচিদা বলেন, স্পোর্টস কার হিসেবে…