18
May
আগামী রবিবার কিছু সময়ের জন্য বন্ধ থাকবে NEFT পরিষেবা। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ২৩ মে ১৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT) পরিষেবা। আরবিআই (RBI) জানিয়েছে, শনিবার ২২ মে রাত ১২ টার পর থেকেই রবিবার ২৩ মে দুপুর ২ টো পর্যন্ত NEFT পরিষেবা বন্ধ থাকবে। NEFT-র টেকনিক্য়াল আপগ্রেডের জন্য়ই সাময়িক ভাবে এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আরবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকগুলো যেন তাদের গ্রাহককে এই আপগ্রেডের বিষয়ে সূচিত করে। নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ ২৩ মে দুপুর ২ টোর পরে গ্রাহকেরা আবার NEFT পরিষেবার সুবিধা নিতে পারবেন। তবে এই সময়ের মধ্যে আরটিজিএস সিস্টেম যথারীতি চালু…