28
Aug
ইন্ডাস্ট্রি-ফার্স্ট এআই অ্যাসিস্ট্যান্ট এবং ফার্স্ট-ইন-সেগমেন্ট অটোনমাস লেভেল-২ টেকনোলজি নিয়ে এলো এমজি মোটর ইন্ডিয়া। তাদের আসন্ন মিড-সাইজ এসইউভি ‘অ্যাস্টর’-এ এগুলি থাকবে। এমজি মোটর ইন্ডিয়ার গ্লোবাল পোর্টফোলিয়োতে অ্যাস্টর হল প্রথম গাড়ি যাতে পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট রাখার ব্যবস্থা হয়েছে। পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে প্রখ্যাত আমেরিকান সংস্থা ‘স্টার ডিজাইন’। পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট গাড়ীতে উপস্থিত আরোহীদের সঙ্গে সংযোগ রক্ষা করবে। এটি পরিচালিত হবে আই-স্মার্ট হাব দ্বারা। এর দ্বারা গ্রাহকরা তাদের নিজেদের ‘সেট অফ সার্ভিসেস’ পার্সোনালাইজ করতে সক্ষম হবেন। অটোনমাস লেভেল-২ এমজি অ্যাস্টর চালিত হবে মিড-রেঞ্জ রাডার ও মাল্টি-পারপাস ক্যামেরা দ্বারা, যা অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম বুঝতে সক্ষম। ড্রাইভিং সেফটি ও কমফর্ট ব্যবস্থার লক্ষ্যণীয় উন্নতি ঘটাবে…